শিশুর আয়োডিনের ঘাটতি হলে কোন ৫টি সমস্যা দেখা দেয়?

0 Comments

শিশুর আয়োডিনের ঘাটতি হলে যে ৫টি সমস্যা দেখা দেয়

বিভিন্ন গবেষণায় দেখা যায়, আয়োডিনের ঘাটতির প্রভাব শিশুর উপর গর্ভাবস্থা থেকেই পরে। মায়ের গর্ভে থাকাকালীন মা যদি আয়োডিন সমৃদ্ধ খাবার না খায় তবে, শিশুর দেহেও আয়োডিনের ঘাটতি থাকে। ফলে শিশুর বিকাশ সঠিকভাবে হয় না। চলুন তবে জেনে নেই আয়োডিনের ঘাটতি হলে শিশুর আর কী কী সমস্যা হয়।

  • বুদ্ধি-প্রতিবন্ধীঃ মায়ের গর্ভে যখন নবজাতকের ভ্রূন থাকে, তখন মায়ের খাবারে আয়োডিনের অভাব হলে, দেহে থাইরক্সিন হরমোন তৈরি হতে পারে না। ফলাফলে শিশুর দেহেও থাইরক্সিন হরমোনের অভাব হয়। আর থাইরক্সিন হরমোন তৈরি না হলে শিশুর পরিপূর্ণ মানসিক বিকাশ হয় না। অনেক সময় শিশু বুদ্ধি-প্রতিবন্দী হিসেবে জন্মগ্রহন করে।
  • কম উচ্চতাঃ আয়োডিনের অভাবে বাচ্চাদের শারীরিক বিকাশও সঠিকভাবে হয় না। প্রতিদিনকার খাবারে আয়োডিনের চাহিদা পূরণ না হলে, অনেক বাচ্চা খর্বাকায় হিসেবে বেড়ে ওঠে অর্থাৎ খাটো আকৃতির হয়।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমঃ আমরা অনেকেই মনে করি, ভিটামিন-এর অভাব হলেই শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়, কিন্তু আয়োডিনের অভাব হলেও বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়। ফলাফল স্বরূপ বাচ্চা সুস্থভাবে বেড়ে উঠতে পারে না।
  • গলগন্ড রোগঃ গলগন্ড রোগের কথা আমরা সকলেই জানি। যার অপর নাম ঘ্যাগ। আয়োডিনের অভাবেই এই গলগন্ড রোগ হয়।
  • শারীরিক দুর্বলতাঃ আয়োডিনের অভাব হলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। আর স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ কম হলে বাচ্চারা সহজেই রোগ আক্রান্ত হয়। অনেক বেশি রোগে আক্রান্ত হবার ফলে বা অসুস্থ থাকার কারণে, বাচ্চারা সবসময় দুর্বল থাকে।

কথায় আছে, “যদি সুস্থ থাকতে চান, আয়োডিন যুক্ত লবণ খান”। তার মানে কি আয়োডিনের চাহিদা মেটাতে শুধু লবণ খেতে হবে? এই ধারণাটি সম্পূর্ণ ভুল। দুধ, সামুদ্রিক মাছ, কলা, ভূট্টা ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে আয়োডিন রয়েছে। এখন থেকে তাই আয়োডিনযুক্ত লবণের পাশাপাশি শিশুর খাদ্যতালিকায় রাখুন আয়োডিন সমৃদ্ধ খাবার, যাতে শিশুর দেহে আয়োডিনের চাহিদায় ঘাটতি না হয়। বেড়ে উঠুক শিশু সুস্থ-সবলভাবে।  

facebook.com linkedin.com twitter.com
Categories:

1 thought on “শিশুর আয়োডিনের ঘাটতি হলে কোন ৫টি সমস্যা দেখা দেয়?

  1. MD Shafayet Hossain Shohan says:

    very helpful information

Leave a Reply

শিশুর মস্তিষ্কের বিকাশে প্রয়োজন যে ৮টি খাবার
প্রতিটি পরিবারে বাচ্চাদের খাবার নিয়ে থাকে বাড়তি সচেতনতা। বাচ্চাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে, বাচ্চার বয়স
পরীক্ষার সময় মনোযোগ ধরে রাখতে ও সুস্থ থাকতে প্রয়োজন পুষ্টিকর খাবার
স্টুডেন্ট লাইফ মানেই প্রতিদিন নতুন কিছু শেখা। শিক্ষা জীবনে স্টুডেন্টদের পরীক্ষার মাধ্যমেই ধাপে ধাপে এগিয়ে
দৈহিক সুস্থতায় প্রতিদিনের খাদ্যতালিকায় জিংক কেন প্রয়োজন?
সুস্থ থাকতে হলে আমাদের প্রতিদিনের খাদ্যতালিকা বিভিন্ন পুষ্টিকর উপাদানে পরিপূর্ণ থাকা চাই। সহজভাবে বলতে চাইলে,
don't worry about summer
প্রচন্ড গরমে নিমিষেই দূর হবে সারাদিনের ক্লান্তি
রোদের তাপ ক্রমশ বাড়ছে তাই না? এদিকে এই গরমের দিনে মিসেস শারমিনকে থাকতে হয় সারাদিন
গরমে সুস্থ থাকতে কেমন খাবার খাওয়া চাই?
ইদানীং অনেক গরম পড়েছে তাই না? চারিদিকে গরমের দাবদাহে জীবন প্রায় অতিষ্ঠ। কিন্তু জীবন-জীবীকার খোঁজে আমাদের
কম খরচে পুষ্টি চাহিদা পূরণ করতে খাদ্যতালিকা যেমন হওয়া উচিত
বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন? মাছ-মাংসের দাম শুনলেই মনে হয় বাজারে আগুন লেগে আছে। কিন্তু
DHA এবং ব্রেইন ডেভেলপমেন্ট
ডোকোসাহেক্সনিক এসিড বা সংক্ষেপে DHA হলো মস্তিষ্ক গঠনের একদম প্রাথমিক উপাদান। সহজ করে বললে DHA
গর্ভাবস্থায় প্রোটিন কেন জরুরি ?
গর্ভকালীন সময়ে গর্ভস্থ সন্তানের পরিপূর্ণ বিকাশ নিশ্চিতে মায়ের চাই বাড়তি যত্ন ও সব রকমের পুষ্টি
বুদ্ধিতে বৃদ্ধিতে সন্তানের চাই সঠিক পুষ্টি
পুষ্টি ও ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস বাড়ন্ত শিশুর জন্য খুব জরুরি। কেননা জন্মের পর প্রথ এই কয়েক