আয়রন: আমাদের সন্তানের গ্রোথ, নিশ্চিত করবে রোজ

আমাদের সন্তানের প্রতিদিনের খাবারে পর্যাপ্ত পরিমাণ আয়রন নিশ্চিত করা খুবই জরুরি। কারণ, আয়রন আমাদের সন্তানের বেড়ে উঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের অক্সিজেন সরবারহকারী লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করার মাধ্যমে হেলদি ব্লাড নিশ্চিত করে। পাশাপশি, সুস্থ মস্তিষ্ক ও জীবাণু ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে করে।

বয়সানুযায়ী আমাদের সন্তানদের গড়ে নিম্নোল্লিখিত পরিমাণে আয়রন গ্রহণ করা উচিত:

*  ৭-১২ মাস – প্রতিদিন ১১ মি.গ্রা.

*  ১-৩ বছর – প্রতিদিন ৭ মি.গ্রা.

*  ৪-৮ বছর – প্রতিদিন ১০ মি.গ্রা.

*  ৯-১৩ বছর – প্রতিদিন ৮ মি.গ্রা.

*  তদোর্ধ্ব কিশোর – প্রতিদিন ১১ মি.গ্রা. এবং কিশোরী – প্রতিদিন ১৫ মি.গ্রা. আয়রন প্রয়োজন।

যদি আপনার সন্তানের ক্ষেত্রে এই রিকোয়ারমেন্ট পূরণ না হয় তবে সে আয়রনজনিত রোগ এনেমিয়ায় আক্রান্ত হতে পারে যার ফলে লোহিত রক্তকণিকা তৈরি হয় না। এ রোগে চামড়া ফ্যাকাসে, মেজাজ খিটখটে এবং দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি, তার হার্টবিট বেশি থাকবে ও স্বাভাবিক বিকাশে ব্যাঘাত ঘটবে।

এধরণের সমস্যা থেকে মুক্ত রাখতে ও তার স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে বাচ্চার পর্যাপ্ত আয়রন পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। নিচে বাংলাদেশে পাওয়া যায় এমন কিছু উচ্চ আয়রন সমৃদ্ধ খাবারের তালিকা দেওয়া হলো:

রেড মিটে, অর্থাৎ লিভার, কিডনি, ব্রেইন ও হার্টে অনেক বেশি পরিমাণে আয়রন থাকে। তবে এদের মাঝে লিভার সবচেয়ে বেশি আয়রন সমৃদ্ধ। এর ১০০ গ্রামে থাকে গড়ে ৬.৫ গ্রাম আয়রন। এছাড়াও রেড মিটে আয়রন ছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন বি, কপার, সেলেনিয়াম এবং ভিটামিন এ থাকে।

বিভিন্ন ধরণের ডাল যেমন মটরশুঁটি, ছোলা, মটর ও সয়াবিনে প্রচুর পরিমাণে আয়রন থাকে। পাশাপাশি এতে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম সহ বিভিন্ন ধরণের প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান থাকে। ১৯৮ গ্রাম রান্না করা মটরশুঁটিতে ৬.৬ গ্রাম আয়রন থাকে।

আয়রনের আরেকটি অন্যতম শক্তিশালী উৎস হল শাক। ১০০ গ্রাম শাকে ২.৭ গ্রাম আয়রন থাকে। এতে ভিটামিন সি’ও অনেক বেশি পরিমাণে থাকে, যা শিশুর শরীরে আয়রন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া শাকে আরও থাকে ক্যারোটিনয়েডস নামক অ্যান্টি অক্সিডেন্ট, যা আপনার সন্তানের ক্যান্সারের ঝুঁকি কমায়, সাথে চোখকেও বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে।

কুমড়োর বীজ আপনার সন্তানের জন্য হতে পারে উচ্চ আয়রন সমৃদ্ধ পোর্টেবল স্ন্যাক্স, যার ২৮ গ্রামে থাকে ২.৫ গ্রাম আয়রন।

বাদামে প্রচুর পরিমাণে আয়রন থাকে। গড়ে ১০০ গ্রাম কাজুবাদামে থাকে ৬.৭ গ্রাম আয়রন। একই পরিমাণ পেস্তাবাদামে থাকে ৩.৯ গ্রাম আয়রন। এই দু’ধরণের বাদাম বাংলাদেশের সবজায়গায় পাওয়া যায়। যদিও হ্যাজেলনাট বাংলাদেশের সবজায়গায় পাওয়া যায় না, তবে পাওয়া গেলে এটি হতে পারে আয়রনের অন্যতম উৎস। কেননা, এর ১০০ গ্রামে থাকে গড়ে ৪.৭ গ্রাম আয়রন।

আসুন, আয়রনের শক্তিতে সুস্থ ও সুরক্ষিত রাখি আমাদের সন্তানদেরকে।



facebook.com linkedin.com twitter.com
Categories:

Leave a Reply

শিশুর মস্তিষ্কের বিকাশে প্রয়োজন যে ৮টি খাবার
প্রতিটি পরিবারে বাচ্চাদের খাবার নিয়ে থাকে বাড়তি সচেতনতা। বাচ্চাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে, বাচ্চার বয়স
শিশুর আয়োডিনের ঘাটতি হলে কোন ৫টি সমস্যা দেখা দেয়?
শিশুর আয়োডিনের ঘাটতি হলে যে ৫টি সমস্যা দেখা দেয় বিভিন্ন গবেষণায় দেখা যায়, আয়োডিনের ঘাটতির
পরীক্ষার সময় মনোযোগ ধরে রাখতে ও সুস্থ থাকতে প্রয়োজন পুষ্টিকর খাবার
স্টুডেন্ট লাইফ মানেই প্রতিদিন নতুন কিছু শেখা। শিক্ষা জীবনে স্টুডেন্টদের পরীক্ষার মাধ্যমেই ধাপে ধাপে এগিয়ে
দৈহিক সুস্থতায় প্রতিদিনের খাদ্যতালিকায় জিংক কেন প্রয়োজন?
সুস্থ থাকতে হলে আমাদের প্রতিদিনের খাদ্যতালিকা বিভিন্ন পুষ্টিকর উপাদানে পরিপূর্ণ থাকা চাই। সহজভাবে বলতে চাইলে,
don't worry about summer
প্রচন্ড গরমে নিমিষেই দূর হবে সারাদিনের ক্লান্তি
রোদের তাপ ক্রমশ বাড়ছে তাই না? এদিকে এই গরমের দিনে মিসেস শারমিনকে থাকতে হয় সারাদিন
গরমে সুস্থ থাকতে কেমন খাবার খাওয়া চাই?
ইদানীং অনেক গরম পড়েছে তাই না? চারিদিকে গরমের দাবদাহে জীবন প্রায় অতিষ্ঠ। কিন্তু জীবন-জীবীকার খোঁজে আমাদের
কম খরচে পুষ্টি চাহিদা পূরণ করতে খাদ্যতালিকা যেমন হওয়া উচিত
বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন? মাছ-মাংসের দাম শুনলেই মনে হয় বাজারে আগুন লেগে আছে। কিন্তু
DHA এবং ব্রেইন ডেভেলপমেন্ট
ডোকোসাহেক্সনিক এসিড বা সংক্ষেপে DHA হলো মস্তিষ্ক গঠনের একদম প্রাথমিক উপাদান। সহজ করে বললে DHA
গর্ভাবস্থায় প্রোটিন কেন জরুরি ?
গর্ভকালীন সময়ে গর্ভস্থ সন্তানের পরিপূর্ণ বিকাশ নিশ্চিতে মায়ের চাই বাড়তি যত্ন ও সব রকমের পুষ্টি
বুদ্ধিতে বৃদ্ধিতে সন্তানের চাই সঠিক পুষ্টি
পুষ্টি ও ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস বাড়ন্ত শিশুর জন্য খুব জরুরি। কেননা জন্মের পর প্রথ এই কয়েক